আমায় টানে আলো নেশায় ভুগছি সর্বত্র আলোছায়া মায়া| নতুন ঘাস সদ্য বৃষ্টি সাহস ডাকে ওরে আয় আলোছায়া পথ ডাকে ওরে আয়| মেঘ মেখে আলো ঘাস মাখিয়ে আলো ডাকে ওরে আয়! ডানা ছড়িয়ে সাদা পালকে ছায়া রোদ মাখিয়ে সেই মায়া দিয়ে বেহায়া ডাকে, ওরে আয়| আমার এবেলা ওবেলা তাকিয়ে কেটে যায় মায়া জড়িয়ে যায়| বেশি দূর যাবার জো নেই, বারান্দা, সে ছাড়িয়ে আরো কিছুদূর গেলে চাষার জমি, জমি ছাড়িয়ে তাকালে আকাশ, অপেক্ষা করলে সে কিছু পাখি, মেঘ, বৃষ্টি... এসব নিয়ে আলাপ আলোচনা চলে মনে| তাই দিয়ে রাখলাম সবার মাঝে, এখন যে কেবল দেখার দিন, আসে পাশেও আকাশে|