Skip to main content

Posts

Showing posts from July, 2019

Champaner - Pavagadh

বলে রাখি - এ গল্পে বেড়ানো কম একদম এক শুধু নিজের জন্য কখনো বেড়াতে বেড়াই নি. নিজে দেখবো বলে বেরোনো তো হয়ই নি. এই রকম একটা সময়ে, সমস্ত ভয়-সংকোচ পেরিয়ে ভাবলাম প্রথম বার কাছে ও কিছুক্ষনের জন্য যাই কোথাও. গাড়ির চাকার কাছে আছে চাম্পানের, সেখানেই গেলাম.  আছে সেখানে রাজা-মহারাজাদের বানানো মসজিদ, দুর্গ......দুর্গ মসজিদ. সেই একই সব তবু যাবো, বাড়িতে একা পরে পচবো না. চাম্পানের অঞ্চল এ অনেক পুরাতত্ত্ব আছে, তার মধ্যে জামি মসজিদ ও সেহরি মসজিদ বেশ নামি, kintu এবারে বাকি গল্প চলবে ছবির সঙ্গে সঙ্গে.... ছবি হয়তো সব সময় সত্যি বলবে না, আসলে ছবি কখনোই সত্যি বলে না, কারণ ছবি তো পুরো টা বলে না যেহেতু এই ছোট্ট বেড়ানো হয়ে দাঁড়ালো নিজের ভেতরে এ বেড়ানো তাই ছবি গুলো আমার কোথায় বলবে বেশি  জামি মসজিদ ও অপেক্ষারত পত্নী. সঙ্গে তার একটি ব্যাগ ছিল ও ছিল আকুল দুই চোখ, কখন তার সঙ্গী ফিরবে তার নিজের মর্জি মতো রূপকথার শুরু, মায়ের কাছে গল্প শোনা জামি মসজিদে নিবেদন সে কি ধর্ম মানে? আবেদন শুধু প্রভু কে চেনে,  যার থাকা না থাকার প্রমান নাই তার ভরে জোর খাটাই অপূর্ব কারিগরি দেখে...