কে জানে পাখিরা কেমন করে বাসা বাঁধে
মনে,
কেমন করে কেউ জানে আমার মনে কোন পাখি
উড়তে চায়,
আমি জানি না
যাকে জানতাম উড়তে পারে
দেখিনি যাকে অখুশি
শেষ লড়াই ছিল ঘরে বসেই
হাসি ছিল তার ঈগল পাখির ডানা
শেষ দেখার ইশারা ছিল সেদিন
আমার মন এ তাঁরই ছড়ানো ডানা
তীর্থ দা, তার অম্বরনাথ এর বাড়িতে
Comments
Post a Comment